নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার কারিগরী কলেজের সামনে সড়কে গাছের গুড়ি ফেলে বীজ বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মোস্তাক আহম্মেদ ওরফে মোস্তাক (৩২) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা সদর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের মৃত আখের আলীর ছেলে। এদিকে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ এ দিন দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের চাতাল ব্যবসায়ী আমিনুল ইসলামের গুদাম থেকে চটের বড় বস্তায় ১ হাজার ৩৮০ কেজি গম ও ধান বীজ উদ্ধার করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মীর্জা মো. আব্দুস সালাম জানান, গত ১ নভেম্বর রাতে ঘটনাস্থলে গাছের গুড়ি ফেলে দুর্বৃত্তরা ফার্নিচার ও বীজ বোঝাই দুটি ট্রাক লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওইরাতেই পাশের জয়পুরহাট ও আক্কেলপুর থেকে খালি ট্রাকদুটি উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা ২০ কেজির বস্তায় ৭২৫ বস্তা গমবীজ ও ১০ কেজির বস্তায় ২শ’ বস্তা ধানবীজসহ ১৬ হাজার ৫শ’ কেজি বীজ পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত এ পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়।

(বিএম/এএস/নভেম্বর ১৩, ২০১৪)