স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : অপরাধী সে যেই হোক না কেন পুলিশের কাছে তার একটাই পরিচয় সে অপরাধী। যশোরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের চলমান শুদ্ধি অভিযান শূন্য সহিঞ্চুতা নীতিতে অব্যহত থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

আজ রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা জানান তিনি।

যশোরে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের লেখনির প্রশংসা করেন তিনি। প্রায় শতাধিক সংবাদকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কার্যক্রমকে ভূয়সী প্রশংসা করেন প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দুরা।

এ সময় মুক্ত আলোচনায় অংশ নেওয়া সংবাদকর্মীরা বিভিন্ন অসংগতির কথা তুলে ধরলে পুলিশ সুপার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সকল প্রকার অসংগতি, অন্যায়, মাদক কারবার, অস্ত্র/চাকুর কালচার বন্ধে জেলা পুলিশের একাধিক টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অপরাধীর সে যে হোক না কেন তার অন্য যে পরিচয় থাকুক না কেন সে আইনের চোখে অপরাধী হিসাবে নগ্য হবে এবং অপরাধীকে কঠোর হস্তে দমন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যশোরে যারা চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান। কোনো ব্যক্তি বা গোষ্টির বিরুদ্ধে পুলিশ না। পুলিশ অপরাধীকে অপরাধী হিসাবে বিবেচনা করে এবং তাদের বিরুদ্ধে অবস্থান করে। কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, মাদককারবার বরদাস্ত করা হবে না। যশোর জেলা পুলিশ সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে রাষ্ট্র কর্তৃক তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। অপরাধ ও অপরাধী দমনে শূন্য সহিষ্ণুতা নীতিতে জেলা পুলিশের অবস্থান।

এ সময় সাংবাদিক নেতারা চলমান অভিযানকে স্বাগত জানিয়ে যশোরবাসির পক্ষে পুলিশ সুপারকে সাধুবাদ জানান এবং গডফাদারদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

(এসএ/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৪)