ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভা মেয়র নির্বাচন ২০২৪, বর্তমান মেয়র মহিউদ্দিন আহাম্মেদকে পদ্মাব্যাংক কর্তৃক অভিযোগে মনোনয়ন বৈধ-অবৈধ আইনি বিচারিক যুক্তিতর্ক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বর্তমান মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ এর পক্ষে হবিগঞ্জ-৪ চুনারুঘাট এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন উপস্থিত ছিলেন। যুক্তিতর্ক শেষে বিচারিক আদালত মহিউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য, মেয়র মহিউদ্দিন এর বড়ভাই ব্যাবসায়ী জনাব মোঃ আজাদ এর বিপরীতে পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখা হতে ২৪.৫০ (চব্বিশ কোটি পঞ্চাশ লক্ষ) টাকা লোন নেয়, যাতে বড়ভাইয়ের গ্রান্টার থাকেন মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ। মেয়র নির্বাচনে মনোনয়ন দাখিল করলে পদ্মাব্যাংক, নির্বাচন কর্মকর্তা বরাবর মেয়র মহিউদ্দিনের মনোনয়ন বাতিলের আবেদন করেন, ২০ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হয়। যুক্তিতর্ক শেষে বিচারিক আদালত মহিউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

পরবর্তীতে শহরের বিভিন্ন উন্নয়নমুখি কাজ পরিদর্শন করে জনসম্মূখে হবিগঞ্জ-৪ চুনারুঘাট এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, তিনি বিনা-পারিশ্রমিকে মহিউদ্দিনের পক্ষ্যে পটুয়াখালী এসেছেন, মহিউদ্দিন মেয়র নির্বাচিত হলে এমপি সুমনের এলাকায় ছোট একটা ব্রিজ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রতি দিয়েছেন বলে উল্লেখ করেছেন। ফয়জুল মুনির-০১৭১২৬৫৪৪২৩।

(এফএম/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)