গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সরকারবিরোধী লিফলেটসহ তিন ছাপাখানার মালিক ও ১৪ কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদ পেয়ে বিকালে শহরের মুন্সিপাড়ার আবজাল প্রিন্টিং প্রেস, ন্যাশনাল প্রেস, রব প্রিন্টিং প্রেসসহ কয়েকটি প্রেসে অভিযান চালানো হয়।

এ সময় ছাপাখানা থেকে বিপুল পরিমাণ সরকারবিরোধী লিফলেট এবং কেন্দ্রীয় শিবির সভাপতির স্বাক্ষরসম্বলিত চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

আটকরা হলেন, ন্যাশনাল প্রিন্টিং প্রেসের মালিক মো. সামসুল হক, ন্যাশন প্রিন্টিং প্রেসের মালিক মো. মোহসীন আহম্মদ, আবজাল প্রিন্টিং প্রেসের মালিক মো. আফজাল হোসেন, ন্যাশনাল প্রিন্টিং প্রেসের কর্মচারী হানিফ, সোহেল, রুবেল, শাহাদত আলম, সুমন, জসিম, সোহেল, রুবেল মিয়া ও মাসুদ।

বি. বাড়িয়া আর্ট প্রেসের কর্মচারী আবুল হোসেন, নাহিদ পারভেজ, রব আর্ট প্রেসের কর্মচারী রাজ্জাক, আতাউর রহমান এবং কুমিল্লার বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ফখর উদ্দিন।

(ওএস/অ/নভেম্বর ১৩, ২০১৪)