নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের স্মরণে কনসার্ট এর আয়োজন করে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়। উক্ত কনসার্টের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা সমালোচনা'র রুপ নেয়। "পাংখা পাংখা পাংখা হইলো মণ" গানটি ফেসবুক ভাইরাল হতেই কমেন্ট বক্সে নেটিজেনদের সমালোচনার ঝড় বইতে থাকে।

মো: ফয়সাল হোসেন নামের একজন লেখেন আজকের দিবসটা কি???? সাব্বাস বিদ্যালয় কর্তৃপক্ষ....হায়রে প্রজন্ম.... এডভোকেট শামীম নামের আরেকজন লিখেন জানিতো শোক দিবস কিন্তু পালন করতেছে দেখি পাংখা দিবস।

শেখ আশরাফুল ইসলাম নামের আরেকজন লিখেন, আমি লজ্জিত। আবু সাইদ নামের আরেকজন লিখেন আজকে পাংখা হওয়ার দিবস না কি হচ্ছে এইসব। জাফর মিয়া নামে আরেকজন লিখেন, শোক দিবসে আনন্দ উল্লাস। আসলে দিবসের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানেরও ধারনা নেই এই লজ্জা কার। এছাড়া আরো অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

এ বিষয়ে কথা বলতে পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার মোল্লার মোবাইলে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

(এনডি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)