পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে ৪.৩৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। আজ বুধবার নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়।

পটুয়াখালী পৌরসভার মাস্টারপ্লান অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শেখ রাসেল শিশুপার্কের পশ্চিমপার্শ্বে ৪ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ৯৭৭ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে একটি স্থাপত্য প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার প্রস্তুত করা হয়েছে। বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন সর্বস্তরের সহযোগিতায় প্রায় ১০ একর জমি জুড়ে জেলা উদ্যান, মুক্ত মঞ্চ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নকশা প্রণয়ন পূর্বক আমাদের পটুয়াখালীর এই কাজ প্রায় সম্পন্ন সাপেক্ষে বুধবার নতুন এই শহীদ মিনারে পটুয়াখালী পুলিশ প্রশাসনের ফুলদিয়ে শ্রদ্বা পূর্বক শুভ উদ্বোধন এবং সর্বস্থরের রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সাংবাদিক, ব্যক্তি সকলে ফুল দিয়ে সকলে শ্রদ্ধাজ্ঞাপন করলাম।

(এফএম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)