সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : শিশু-কিশোর স্বেচ্ছাসেবী সংগঠন কলতান খেলাঘর আসর এবার একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছেন একটু ভিন্ন আঙ্গিকে। এ সংগঠনের পক্ষ থেকে দেয়া হয়েছে এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা। এর মধ্যে  পৌর শহরের কালীপুর এলাকার কৃতি সন্তান ডা. মো. সেলিম রেজা, ডা. মোজাম্মেল হক জুয়েল, ডা. হারুনুর রহমান শাওন, ডা. মাহমুদা আক্তার, ডা. কাইয়ুম মিয়া, মেডিকেল শিক্ষার্থী সাবিনা রহমান, শাহাদাত হোসেন মেরাজ, সানজিদা আরিফিন নোভা ও মারিয়া আক্তার, বাংলাদেশ টেলিভিশনে পল্লীগীতিতে তালিকাভূক্ত আব্দুল বাসের’ কে এ সম্মাননা প্রদান করা হয়। 

কলতান খেলাঘর আসর সভাপতি অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শরীফ আহমেদ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেমর ডা. মোহাম্মদ হেলাল, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী মো. জয়নাল আবেদীন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম মিয়া।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন, কলতান খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক বশীর আহমেদ বিপ্লব।

গত বুধবার মহান একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কালীপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলো কালীপুর হাইস্কুল, কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিল্লাল আইডিয়াল একাডেমি, হলিটাচ্ ইলামীক কিন্ডারগার্টেন এন্ড স্কুল, কালীপুর ল্যাবরেটরী স্কুল, প্রাইম কিন্ডারগার্টেন, রামশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উছমান গণি পৌর প্রাথমিক বিদ্যালয়, কালীপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৪)