ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।

মেয়র পদে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ (জগ), সাবেক মেয়র পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম (মোবাইল ফোন), মোহাম্মদ এনায়েত হোসেন (নারিকেল গাছ), নাসির উদ্দিন খান (কম্পিউটার) এবং আবুল কালাম আজাদ (রেল ইঞ্জিন) প্রতীক পেয়েছেন।

পটুয়াখালী পৌরসভার ভোটারের সাক্ষাৎ সাপেক্ষে প্রতিবেদক এর মতামত, বর্তমান মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ এবং সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান জানান, ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(এফএম/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)