নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রী খুনের ঘটনায় মূল আসামি মোহাম্মদ আলী (২৬) কে চাকুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১ নং পুলিশ ফাড়ির ইনচার্জ সহিদুল ইসলাম গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করে। এসময় খুনের কাজে ব্যবহ্নত চাকু উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২১ ফেব্রুয়ারি ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে সন্ধ্যা মহুয়া কমিউটারের যাত্রী গোপাল পাল (৪৬) ছিনতাইকারীর হাতে নিহত হয়। এ ঘটনায় গোপালের স্ত্রী জবা রানী বিশ্বাস (৪৪) বাদী ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সুপার ময়মনসিংহ জেলা পুলিশকে গুরুত্ব দিয়ে প্রকৃত আসামীকে সনাক্ত সহ গ্রেফতারের জন্য নির্দেশ দেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন ৫ নং কালিবাড়ি রোডস্থ জনৈক আমিনুল হক শামীম এর পরিত্যক্ত বাড়ীতে ঝোপঝাড়ের ভিতর নেশা করা অবস্থায় আসামি মোহাম্মদ আলী (২৬)কে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করে এবং হত্যায় ব্যবহৃত হোল্ডিং চাকু ঝোঁপঝাড়ের ভিতর হইতে আসামীর দেখানো এবং সনাক্ত মতে উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি এবং চুরিসহ সর্বমোট ৫টি মামলা রয়েছে।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)