মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সড়ক পথের মতো নৌপথেও ফিটনেসবিহীন নৌযান চলাচলের বিরুদ্ধে অভিযানের প্রয়োজন রয়েছে। নদীতে চলাচলে অনুপযোগী সব নৌযানই বন্ধ রাখার জন্য ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সকালে মাদারীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের নৌ মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ফিটনেসবিহীন নৌযান এমনিতেই বন্ধ রাখা আছে। আর যেগুলো অচল বা যোগ্যতা নেই, সেগুলো সব সময়ই বন্ধ রাখা হয়। এছাড়া নৌপথে প্রতি বছর সার্ভে হয়। সেই সার্ভের পরেই ফিটনেস দেয়া হয়। সার্ভে যেগুলো মেয়াদ শেষ হয়ে যায়, সেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়।’

মন্ত্রী এসময় প্রধানমন্ত্রীকে নিয়ে বেগম খালেদা জিয়া কটূক্তি করে কিশোরগঞ্জে বক্তব্য দেয়ার তীব্র সমালোচনা করে বলেন, আইনের বিধান হলো, তদন্ত করে মামলার মেরিট হিসেবে মামলা চলমান থাকে। শেখ হাসিনার বিরুদ্ধে তো বিএনপি মামলা দিয়েছিল। সেই মামলার মেরিট না থাকায় নিষ্পত্তি হয়েছে। খালেদা জিয়ার মামলার মেরিট থাকায় চলছে।’

বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে মাদারীপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম। পরে মন্ত্রী র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

এছাড়া এ উপলক্ষে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত বিনামূল্যে রোগ নির্ণয় করা হবে।

(ওএস/এইচআর/নভেম্বর ১৪, ২০১৪)