ঢাকায় এসেই বরিশালের অনুশীলনে ডেভিড মিলার
স্পোর্টস ডেস্ক : প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে ফরচুন বরিশালের শক্তি বাড়লো আরও। আজ রবিবার সকালে ঢাকায় চলে এসেছেন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটার ডেভিড মিলার্। ঢাকায় আসার পর তেমন বিশ্রামও নেননি, ব্যাট-প্যাড নিয়ে নেমে পড়েন মিরপুর শেরে বাংলার মাঠে। সতীর্থদের সঙ্গে পরিচয়পর্ব সেরে অনেকটা সময় অনুশীলন করেছেন মিলার।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) দুপুরে ফরচুন বরিশালের হয়ে চলতি বিপিএলের প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে মিলারকে। এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বরিশাল ফাইনাল পর্যন্ত গেলে তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে 'কিলার মিলার'খ্যাত বিধ্বংসী এই ব্যাটারের।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)