মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতা নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছাত্রলীগ নেতা বিএম তন্ময় (২০) নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১১ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় টুঙ্গিপাড়া পৌর ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে ওই ছাত্র লীগ নেতার মরদেহ দাফন করা হয়েছে।
নিহত তন্ময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গিমাডাঙ্গা গ্রামের ফায়েক বিশ্বাসের ছেলে। মেধাবী এই ছাত্রলীগ নেতা গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
নিহতের ফুফাতো ভাই তরিকুল ইসলাম জানান, ডুমুরিয়া ইউনিয়নের নৈশ কালীন ক্রিকেট খেলা শেষে একটি মোটরসাইকেলে ৩ জন বাড়ির দিকে রওনা দেন। তাড়াইল- টুঙ্গিপাড়া সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। তখন পিছনে বসে থাকা ছাত্রলীগ নেতা তন্ময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন গুরুতর আহত হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করে বাকি দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস এতথ্য নিশ্চিত করে বলেন, এবিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। শুনেছি রোববার সকালে তন্ময়ের লাশ দাফন করা হয়েছে।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)