আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন শেষে সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করেন নেতৃবৃন্দরা। পরে দলীয় নেতা কর্মীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনলায় দলীয় কার্যালয়ে সমবেত হয়।

দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বর্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাডভোকেট তিন্নি সেরনিয়াবাত, পবিত্র রারী বাড়ৈ, ফাহমিদা ইলিয়াসসহ প্রমুখ নেতৃবৃন্দ। পরে মিষ্টি বিতরণ করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)