সাতক্ষীরায় স্থানীয় সরকার দিবস পালন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও শামীম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও সচিবগন ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এতে গ্রাম আদালতের মামলা মোকদ্দমা সমাধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)