সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে পুলিশের ওপর হামলা ও নাশকতা ঘটানোর চেষ্টা মামলায় ৫ জেএমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জনাকৃর্ণ আদালতে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ড. মো. আতিকুস-সামাদ আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ৫ জেএমবি সদস্যের মধ্যে চারজন মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ মাকসুদুর রহমান তোতা, মোহাম্মদ মোরশেদ আলম, মো. সাইফুল ইসলামকে ৬ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়। অপর জেএমপি সদস্য তরিকুল ইসলাম তারেককে ৫ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত এই ৫ জেএমবি সদস্যদের বাড়ী বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরা জেরায়।

রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি এডভোকেট শহিদুজ্জামান জানান, ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে বাগেরহাট সদরের দড়াটানা ব্রীজ সংলগ্ন গোবরদিয়া এলাকায় জেএমবি সদস্যরা নাশকতার জন্য জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পঅভিযান চালালে জেএমবি সদস্যরা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জেএমবি সদস্যকে আটক করে। দীর্ঘ এক বছর তদন্ত শেষে পর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে দীর্ঘ ৮ বছর পর বুধবার দুপুরে সকল আসামীদের উপস্থিতিতে চারজনকে ৬ বছরের ও একজনকে ৫ বছরের কারাদণ্ডসহ সবাইকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন বিচারক।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৪)