আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রজন্মের লেখনীতে  মুক্তিযুদ্ধের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গল্পের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ গল্পের আসর অনুষ্ঠিত হয়।

এর আগে চলতি মাসের ১৪ তারিখে উপজেলার ২৯ টি মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ১ পাতায় মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা গল্প লিখে ২২ ফেব্রুয়ারীর মধ্যে জমা দেয়ার আহ্বান করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা লিখা রচনা গঠিত কমিটির যাচাই বাছাই করে। এর মধ্যে থেকে সেরা দশজন শিক্ষার্থীদের হাতে গোল্ড মেডেল তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জর জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, আনোয়ার হোসেন খাঁন।

অনুষ্ঠানে উপজেলার ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে-১০ম শ্রেণির ২০ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে স্বর্ণ পদক এবং ৯০ জন শিক্ষার্থী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

(এআই/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)