সাংবাদিক লায়েকুজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : অকাল প্রয়াত সাংবাদিক নেতা লায়েকুজ্জামানকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলো জাস্টিস ফর জার্নালিস্ট ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ। ২৮ ফেব্রুয়ারি (বুধবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে লায়েকুজ্জামান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠন দুটি।
জাস্টিস ফর জার্নালিস্টের সভাপতি, কামরুল ইসলামের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ডিইউজে’র সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখি সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা তরুন তপন চক্রবার্তী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ।
বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা, বিএফইউজে’র সদস্য নুরে জান্নাত সীমা।জয়বাংলা সাংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্য, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, গোপালগঞ্জ সাংবাদিক সমিতি’র সভাপতি শেখ মামুন, প্রয়াত লায়েকুজ্জামানের সহধর্মিনী নুরুন্নাহার রুমা ও তার ছোট মেয়ে জারিন তাসনীম ঐশী এ সময় উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবাহান চৌধুরী বলেন, ‘সাংবাদিক নেতা লায়েকুজ্জামন মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের আদর্শ লালন করেছেন। তিনি সাংবাদিকতায় নিরপেক্ষ ও স্বাধীনতার আদর্শের পক্ষে অবিচল ছিলেন’।
লায়েকুজ্জামানের মৃত্যুতে তার পরিবার ও সন্তানদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ ছাড়াও যে কোন সাংবাদিকের মৃত্যু হলে তার পরবর্তী শোক ও স্মরণ সভা করার দায়িত্ব নেয়ার জন্য প্রেসক্লাবের বর্তমান কমিটিকে আহ্ববান জানান।
(এমএল/এসপি/মার্চ ০১, ২০২৪)