বাড়ির পাশে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌরএলাকা থেকে তানভীর ওরফে তানজিল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজগ্রাম লাঙ্গলজোড়ায় বাড়ির পূবপাশে একটি আমগাছে তার মরদেহ ঝুলছিল।
শনিবার (২ মার্চ) সকালে তানজিলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি লাঙ্গলজোড়া এলাকার রেজাউল করিম এর ছেলে।
নিহতের পরিবার জানায়, শনিবার রাত বারটার দিকে বাড়ির বাইরে গিয়ে তানজিল আর ঘরে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সকাল ৭টার দিকে তার মা বাড়ির পূবপাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় তানজিলকে দেখতে পান। এ সময় তার আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত তানজিল জামালপুর জিলাস্কুল থেকে ২০১৫ সালে এসএসসি পাস করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল কলেজে ইলেক্ট্রো মেডিকেল ট্রেডে ভর্তি হন। দুই বছর পর পড়াশোনা বাদ দিয়ে তিনি বাড়ি চলে আসেন। এরপর টাঙ্গাইলের মাধবপুর এলাকায় এক ঠিকাদারের তত্ত্বাবধানে তিনি কিছুদিন কাজ করেছেন।
(আরআর/এএস/মার্চ ০২, ২০২৪)