নড়াইলে ভাঙ্গাড়ি ব্যবসার আড়ালে ইয়াবা বেচাকেনা, মালিক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ৩০ পিস ইয়াবাসহ মারুফ হোসেন নামে একজন ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
গ্রেফতারকৃত মারুফ হোসেন লোহাগড়া উপজেলার কালনা গ্ৰামের মৃত লিয়াকত হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাঙ্গাড়ি ব্যবসার আড়ালে ইয়াবা বেচাকেনা করে আসছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এস আই আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মার্চ) দুপুরে লোহাগড়ার সিএন্ডবি এলাকায় মারুফ হোসেনের ভাঙ্গাড়ি দোকানে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
মারুফ হোসেন দীর্ঘদিন ধরে ভাঙ্গাড়ি ব্যবসার পাশাপাশি ইয়াবা ব্যবসা করে আসছিল।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
(আরএম/এসপি/মার্চ ০২, ২০২৪)