স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

শনিবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে বিজিবির মাটিলা বিওপির একটি টহল দল এ স্বর্ণ উদ্ধার করে। সেসেময় পাচারকারীরা স্বর্ণভর্তি ব্যাগ ফেলে দৌড়ে ভারতে পালিয়ে যায়।

বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. সালেহ উদ্দিন জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন মাটিলা বিওপি এলাকা দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল লেবুতলা সীমান্তে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে কৃষকের ছদ্মবেশে একটি ব্যাগ নিয়ে সীমান্তের জিরো লাইনের দিকে যেতে দেখে তারা। বিজিবি চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি ব্যাগটি ফেলে দৌড়ে ভারতের ভেতর ঢুকে পড়ে।

তিনি আরও জানান, বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাশি করে প্রতিটি এক কেজি ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করে। স্বর্ণগুলোর বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

(একে/এসপি/মার্চ ০২, ২০২৪)