স্পোর্টস ডেস্ক, ঢাকা : তামিম আর ইমরুল সতর্কতার সঙ্গেই তৃতীয় দিন পার করে দিয়েছেন। আজ দুজনে করেছেন ২৩ রান। লিড ছিল ১২৯। আগামীকাল অর্থ্যাৎ চতুর্থ দিন ১৫২ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামবে স্বাগতিকরা। সামনে দুই দিন। বিস্তর সময়। এই সময়ে সাদামাটা ভাবে ব্যাট করলেও চাপে পড়ে যাবে জিম্বাবুয়ে। হাতে আছে এখনো পুরো ১০টি উইকেট।

পিচ রিপোর্ট যা বলছে, তাতে দিন যতো গড়াবে ব্যাটসম্যানদের জন্য তত হুমকি হয়ে উঠবে চট্টগ্রামের মাটি। আগামীকাল সারাদিন বাংলাদেশ ব্যাট করলে যে সংগ্রহ হবে, তার লক্ষ্যে একদিন ব্যাট করে টিকে থাকা কিংবা লক্ষ্য পেরোনো অত সহজ হওয়ার কথা নয়। তার মানে আরেকটি পরাজয়ের সামনে দাঁড়িয়ে জিম্বাবুয়ে। আর বাংলাদেশ “বাংলাওয়াশের’!

এর আগে প্রথম ইনিংসে তামিম, ইমরুলের জোড়া শতক আর সাকিবের ৭১ রানে ভর করে ৫০৩ রানের রানপাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে থেমে যায় ৩৭৪ রানে।

আগামীকাল শিহরণ জাগানিয়া এক রেকর্ডের অপেক্ষায় থাকবেন সাকিব আলহাসান। তিন টেস্টের সিরিজে টেস্টে ক্রিকেটের ইতিহাসে এখন অবদি ২০ উইকেটসহ ২০০ রান করতে পারেননি কোনো ক্রিকেটার। সাকিব কাল ব্যাটে নেমে মাত্র ১৬ করলেই ছুঁয়ে ফেলবেন ২০০। পরে বল হাতে ২টি উইকেট পেলেই আইসিসির এই রেকর্ড পাতায় প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন তিনি। আর বাংলাদেশ জয় পেলে টেস্ট র‌্যাংকিংয়ে ৮ নম্বর স্থানটা পাকা হবে। দুইয়ে-দুইয়ে হবে সোনায় সোহাগা। সেই সোহাগে মন রাঙাতে হয়তো তর সইছে না বাংলাদেশিদের। তবে উপায় যে নেই। অপেক্ষায় তাই আরো দুই দিন থাকতেই হচ্ছে!

(ওএস/পি/নভেম্বর ১৪, ২০১৪)