সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে চিহ্নিত ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে দুইজনকে আটক করেছে এলাকাবাসী। ৩ মার্চ রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত সফর আলী মিয়ার ছেলে মঞ্জয় মিয়া (১৯) একই এলাকার সেলিম মিয়ার ছেলে রাকিব মিয়া (২১)ও জিল্লু মিয়ার ছেলে মুন্না মিয়া (২০)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।

এ বিষয়ে ওসি জানান, ২ মার্চ রাতে শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকার স্থানীয় লোকজন ছিনতাইকারী রাকিব ও মুন্নাকে আটক করে। তারা ওই এলাকার চিহ্নিত চোর ও ছিনতাইকারী। অপর আসামি মঞ্জয়কে শহরের নাটাল মোড় এলাকা থেকে আটক করেছে পুলিশ।

তিনি আরো জানান, ইদানিং ভৈরবে যেমন ছিনতাই বেড়েছে তেমনি থানা পুলিশের তৎপরতাও বেড়েছে। গত ১৫ দিনে ৪০ জন ছিনতাইকারীকে আটক করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও ভৈরবের মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

(এসএস/এএস/মার্চ ০৩, ২০২৪)