নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : চলতি বছরের ১ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার মুশুলী ইউনিয়নের রসুলপুর সাকিনে কবরস্থানের পাশে এক নবজাতক শিশু পড়ে আছে। এমন সংবাদে তাৎক্ষনিক ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কান্নারত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরবর্তীতে শিশুটিকে নান্দাইল থানার নারী ও শিশু হেল্প ডেক্স এর মাধ্যমে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণ সহ চিকিৎসার জন্য নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়। উদ্ধারকৃত শিশুকে নান্দাইল থানার নারী ও শিশু ডেক্স নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে শিশুর দত্তক নেওয়ার সার্কুলার জারির প্রেক্ষিতে ০৭ টি আবেদন গৃহিত হয়। আবেদন যাচাই বাছাই শেষে জামালপুরের জনৈক ডাক্তার দম্পতিকে কন্যা শিশুটিকে লালন পালনের জন্য উপর্যুক্ত মনে হওয়ায় শিশুকে তাদের কাছে তুলে দেন অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ।

(এনআরকে/এসপি/মার্চ ০৩, ২০২৪)