রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউজ দ্রুত চালু করা ও আমদানিযোগ্য সকল পন্যের অনুমতি প্রদান সহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ভোমরা সিএণ্ডএফ এ্যসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা আমদানি- রপ্তানিকারক সংগঠণের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ফারুখ হোসেন,ভোমরা কর্মচারী এ্যসোসিয়েশনের সভাপতি হাদিউজ্জামান বাদশা প্রমুখ।

ভোমরাকে পূর্নাঙ্গ স্থলবন্দরে রুপান্তরের দাবি জানিয়ে বক্তারা বলেন, সব ধরনের পন্য আমদানি সহ বন্দরটি ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। কাস্টমস হাউজ দ্রুত তৈরী করে আমদানি ও রফতানি কার্যক্রম বেগবান করা সহ চাঁদাবাজি বন্ধ করারও দাবি জানান তারা।

(আরকে/এসপি/মার্চ ০৪, ২০২৪)