একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা শাপলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় মৈশালা শাপলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র অফিস কার্যালয় এলাকায় ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শাপলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র সভাপতি মোছাঃ আশামানী খাতুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাল্ব এর ”চ” অঞ্চলের ডিরেক্টর ডা.নোয়েল চার্লস গোমেজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর-রাজবাড়ী ক্লাসটার কমিটির সেক্রেটারী মোহাঃ আবু সায়েম। বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারি টিসিউ’র চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,কালুখালী উপজেলার টিসিউ’র চেয়ারম্যান মোঃ রিজাউল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলার টিসিউ’র চেয়ারম্যান মোঃ শাহজাহান গাজী, নগরকান্দা উপজেলার টিসিউ’র চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম টুটুল, সততা, আর্দশ,কর্ণফুলীসহ বিভিন্ন সমিতির সভাপতি সেক্রেটারীগন উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভার সঞ্চালনা করেন পাংশা আর্দশ কা- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী সাংবাদিক মাসুদ রেজা শিশির। বার্ষিক সাধারণ সভায় মৈশালা শাপলা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক বাদশা মন্ডলসহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

(একে/এএস/মার্চ ০৮, ২০২৪)