একে আজাদ, রাজবাড়ী : পবিত্র রমজান উপলক্ষে মরহুম আহম্মদ উল্লাহ এবং মরহুমা রাজিয়া বেগম এর সন্তানদের পক্ষ থেকে  অতিদরিদ্র মুসলিম পরিবারের খাদ্য সামগ্রী প্রদান ২০২৪ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে অবস্থিত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্দ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার অতি দরিদ্র ১০০ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র ক্যাম্পাসে ১০০ দরিদ্র পরিবারের মধ্যে ২৫ কেজি চাইল, ৩ কেজি পেয়াজ, ৩ কেজি মসুরের ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি,১ কেজি ছোলা ও হাফ কেজি খেজুর বিতরণ করা প্রদান করা হয়।

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন। তিনি বলেন এটি একটি মহৎ কাজ এ কাজের মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ শহীদুল ইসলাম, কালুখালী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী, ঢাকা মহানগর দক্ষিন কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নকীব খান, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরদার, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মাস্টার, রহমাতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মান, কালুখালী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা, রহমাতুন্নেচ্ছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য ডা. মোহাম্মদ গোলাম নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

২০০০ সাল থেকে ফাউন্ডেশনের কার্যক্রম চলে আসছে। দীর্ঘ ২৪ বছরে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় দেড় কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেছেন ফাউন্ডেশনটি। শিক্ষার পাশাপাশি ফাউন্ডেশনটি কাজ করে চলছেন বিভিন্ন বিষয় নিয়ে। এলাকার মানুষের বিশুদ্ধ পানি সরবরাহে ‘স্বপ্ন এবার হবে বাস্তবে রুপান্তর, গ্রাম হয়ে উঠবে শহর’ শ্লোগানকে সামনে রেখে পাতুরিয়া গ্রাম বাসির জন্য সুপেয় পানি সরবরাহ করে আসছেন আধুনিকতার মাধ্যমে।

পাতুরিয়া গ্রামের ৩০০ থেকে ৩৫০ দরিদ্র পরিবার সরাসরি ৪৫টি পয়েন্টে থেকে বিশুদ্ধ পানি ট্যাবের মাধ্যমে ব্যবহার করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে সাধারণ দরিদ্র পরিবার সমূহের পাশে খাদ্য সরবরাহ করেছেন এ ফাউন্ডেশনটি। মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করে আসছেন ফাউন্ডেশনটি। এ ছাড়াও চলমান রয়েছে কালুখালী উপজেলা ৫০টি নলকুপ স্থাপনের কাজ যা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

(একে/এএস/মার্চ ০৮, ২০২৪)