সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৯ মার্চ) রাত ৩টার দিকে শহরের বঙ্গবন্ধু সরণি ভিআইপি প্লাজার ৫তলা ভবনে তাহেরুজ্জামান নামে এক ফার্মেসী ব্যবসায়ীর বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় একটি আইফোন, নগদ ২ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি পরিবারটির। 

বাসার মালিক তাহেরুজ্জামান বলেন, প্রতিদিনের মত ফার্মেসী থেকে বাসায় ফিরে রাতের খাবার শেষে দেড়টায় দিকে ঘুমিয়ে যায়। তবে ধারণা করছি রাত ৩টায় এই চুরির ঘটনা ঘটেছে। সকাল ৭টায় ঘুম থেকে উঠে দেখি ঘরের সব আসবাবপত্র ও কাপড় চোপড় তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখি আলমিরায় রাখা ২ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নেই। এছাড়াও আমার ঘুমের ঘরে মাথার পাশে রাখা একটি আইফোন ও একটি এন্ড্রোয়েড ফোন নিয়ে গেছে। চোরের দল আমাদের রান্না ঘরের বেন্টিলেটারের ভিতর দিয়ে প্রবেশ করেছে। তারা ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব তছনছ করে সব ফেলে দিয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, চুরির ঘটনার কোন অভিযোগ পাইনি। তবে এ প্রতিনিধির মাধ্যমে যেহেতু জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

(এসএস/এসপি/মার্চ ০৯, ২০২৪)