আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী রাজা টংনাথের জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের জয়কালী এলাকায় অবস্থিত পুরোনো ও জরাজীর্ণ রাজবাড়ীটি গতকাল সোমবার প্রত্নতত্ব অধিদপ্তরের উদ্যোগে সংস্কার কাজের উদ্বোধন করেন প্রত্নতাত্বিক রংপুর অঞ্চলের সহকারী প্রত্নতাত্বিক প্রকৌশলী মুরাদ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ছাত্রলীগ নেতা তামিম হোসেন। এছাড়াও জমিদারীবাড়ী সংস্কারের মূল উদ্যোক্তা সুপ্রিম কোর্টের আইনজীবি মেহেদী হাসান শুভ।

জানা গেছে, রাণীশংকৈল রাজা টংনাথের জমিদারী বাড়ী সংস্কারের জন্য ২০২২ সালের আগষ্ট মাসে হাইকোর্টের নজরে আনেন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবি মেহেদী হাসান শুভ। পরে হাইকোটের নির্দেশে প্রত্নতাত্বিক বিভাগ জমিদারী বাড়ীটি প্রাথমিক সংস্কারের জন্য ১০ লাখ টাকা দরপত্র আহবান করেন। নিয়মুনযায়ী এ কাজটি বাস্তবায়নে চুক্তি বদ্ধ হয়েছেন রাণীশংকৈল উপজেলার ঠিকাদার মেসার্স বকুল ট্রের্ডাস।

সুপ্রিম কোর্টের আইনজীবি মেহেদী হাসান শুভ বলেন, পূরোনো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চিন্তা থেকেই হাইকোর্টের নজরে রাজবাড়ী সংস্কারের বিষয়টি তোলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে বহু বছর পর রাজবাড়ীটি সংস্কার শুরু হতে যাচ্ছে।

এ আইনজীবি আরো বলেন, এটি সংস্কার হলে একদিকে মানুষ বিনোদনের জায়গা পাবে। অন্যদিকে সরকারের রাজস্বের টাকার আয় বাড়বে বলে তিনি মনে করেন।

(এআই/এসপি/মার্চ ১১, ২০২৪)