নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে আসন্ন  রমজানে বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের লক্ষ্যে সোমবার ১১ মার্চ দুপুরে উপজেলার  আমুয়াকান্দা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেত্রীত্বে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম আরিফুল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। এসময় বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা, মূল্যের থেকে বেশি দামে পণ্য বিক্রি করা, দোকানের সামনে রাস্তায় মালামাল পণ্য রাখায় ১২ টি মামলায় ব্যবসায়ীদের কে ১৭৫০০/ টাকা জরিমানা করা হয়।

সর্বোচ্চ জরিমানা ৫ হাজার এবং সর্বনিম্ন জরিমানা ৫০০ টাকা করা হয়। এ সময় ফুলপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাহবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কুমার , ৫ নং ফুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক ফকির, (রাসেল) ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল ইসলাম বলেন, রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হন-তার জন্য ফুলপুর উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, কোনো ভেজাল মিশ্রিত না করে। মূল্যসামগ্রীর দাম দোকানের সামনে টানিয়ে রাখে। ভোক্তারা দামে কোনোভাবেই যাতে প্রতারিত না হয় তার জন্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে তা মেনে চলতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। যানজট নিরসনের লক্ষ্যে তিনি বলেন, প্রতিটা দোকানের সামনে ফুটপাতের উপরে কোন মালামাল বা পণ্য রেখে কোন অবস্থাতেই ব্যবসা করা যাবে না। ফুটপাত বন্ধ হয়ে গেলে মানুষের চলাচল ভোগান্তি হয় এবং রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।এ ব্যাপারে সচেতনতার প্রয়োজনীয়তার কথা তিনি সকলকে জানানো উচিৎ বলে সাংবাদিকদের এগিয়ে আসতে বলেন৷।

(এনআরকে/এএস/মার্চ ১১, ২০২৪)