মহম্মদপুরে রাড়ীখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত রাড়ীখালী মাধ্যমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় প্রাঙ্গণে (১১ মার্চ) সোমবার বিকালে সমাপনী দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মান্নান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম, রাজাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ আমান উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাড়ীখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর বিশ্বাস।সবশেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,
বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান।
(বিআর/এএস/মার্চ ১১, ২০২৪)