স্পোর্টস ডেস্ক, ঢাকা : রোহিত শর্মা আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডধারী বীরেন্দর শেবাগকে (২১৯) পেছনে ফেললেন। ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ইতিহাস গড়েছেন তিনি। আর তাতে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দুটো ডাবল সেঞ্চুরি করলেন রোহিত। এত প্রাপ্তির মাঝেও একটি আক্ষেপ থেকেই গেল। তাও আবার মাত্র ৪ রানের আক্ষেপ! তাই অল্পের জন্য বিশ্ব রেকর্ড গড়া হলো না রোহিতের। আর মাত্র ৪ রান হলে বিশ্বের সব লিস্ট এ বা ঘরোয়া টুর্নামেন্ট মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের ইনিংসের রেকর্ড গড়তে পারতেন ভারতীয় এই হার্ডহিটার ব্যাটসম্যান।

২০০২ সালে ওভালে সারের হয়ে গ্ল্যামারগনের বিপক্ষে ২৬৮ রান করেছিলেন আলী ব্রাউন। শেষ বলে বাউন্ডারি হাঁকালে আলীর সেই বিশ্ব রেকর্ড ছুঁতে পারতেন রোহিত। লিস্ট এ বা ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ওয়ানডেতে রোহিতের পরেই সবচেয়ে বেশি রান শিখর ধাওয়ানের (২৪৮)।

(ওএস/পি/নভেম্বর ১৫, ২০১৪)