নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মানব পাচারের শিকার পুরুষ ব্যক্তিদের সহযোগিতা কার্যক্রম বিষয়ক র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত। শনিবার বেলা সাড়ে ১০টায় পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস) এর আয়োজনে ও রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর  সহযোগিতায় একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজী আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন। বক্তারা মানব পাচার রোধে দালালদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। শিক্ষক আজিজুল হক সহ গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

(এমএমএএআর/পি/নভেম্বর ১৫, ২০১৪)