নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ১২ মার্চ মঙ্গলবার  রাত্রি সাড়ে ১১টায় গোপন সংবাদের  ভিত্তিতে নান্দাইল  থানা কর্তৃক সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ১৩৪ বস্তা চাউল আটক করতে সক্ষম হয়।

জানা যায় কিছু অসাধু ব্যবসায়ী সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল কালোবাজারির উদ্দেশ্যে গুদামজাত করে রেখেছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর) নির্দেশে ক্রমে নান্দাইল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের নেত্রীত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গোপনীয় রাখা ৭নং মুশুলী ইউনিয়নের মেরেঙ্গা পুরাতন বাজারে জনৈক দবির উদ্দিন মার্কেটের দুইটি টিনশেড ঘর হইতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর সিল মোহরকৃত ১৩৪টি বস্তায় সর্বমোট ৪৭৬০ কেজি চাউল এবং ১৪০টি পাটের খালি বস্তা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানার মামলা নং-১৮(৩)২৪ ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫(ঘ) রুজু করা হয়েছে।

(এনআরকে/এএস/মার্চ ১৩, ২০২৪)