উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

আজ রবিবার জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে সকাল ৯টা থেকে চাঁদপুর সরকারি কলেজ চত্বরে স্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, সিভিল সার্জন, মেডিক্যাল কলেজ, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, চাঁদপুর প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচিতে পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি। পরে সেখান থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

"বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে"এ প্রতিপাদ্যে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেনজেলা প্রশাসক কামরুল হাসান।

প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি । বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁসক অধ্যক্ষ অসিত বরণ দাশ,স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক লেখক ও কবি ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে জেলা শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়।

অপরদিকে জেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও জেলা প্রশাসন আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ। জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ইউএইচ/এসপি/মার্চ ১৭, ২০২৪)