শিমুল সাহা, লক্ষ্মীপুর : নানা আয়োজনে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

রবিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সরকারি ও বেসরকারি দফতরসমূহ।

জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

(এসএস/এসপি/মার্চ ১৭, ২০২৪)