নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দূর্বৃত্তদের হামলায় রাজিবুল ইসলাম রিয়াজ (৩২) নামে একজন সহকারী ঠিকাদার গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাজিবুল উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের সাখায়েত শেখের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে সহ ঠিকাদার রাজিবুল লোহাগড়া থেকে কাজ শেষ করে শ্রমিকদের মুজুরীর টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আড়িয়ারা গ্রামের কবরস্থান ও আশরাফ মেম্বরের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইব্রাহিম মৃধা, সাগর শেখ , জামির শেখ, সাদি শেখ, ওমর শরিফ, আকসাদুল, সিজান শরীফ সহ ২০/২৫ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, ছ্যান দা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে রাজিবুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তার কাছে থাকা শ্রমিকদের বেতন বাবদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

এ সময় রাজিবুলের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত রাজীবুলের 'মা মোসাঃ রেবেকা বেগম রবিবার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এ ঘটনায় লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি এজাহার পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/মার্চ ১৭, ২০২৪)