স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে কৃতি সন্তান কমরেড আসলামের ৬ষ্ঠ প্রয়ান দিবস উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) নাগরপুর উপজেলা কমিটির আয়োজনে উদীচী কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড নাহার ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কমরেড মৃনাক কান্তি সাহা, কমরেড আব্দুর রউফ, কমরেড আজাদ প্রমুখ।

এ সময় টাঙ্গাইল জেলা কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড মীর নাসিমুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মনজুর তারেক।

বক্তৃতায় বক্তাগণ প্রয়াত কমরেড আসলামের জীবন ও আন্দোলন সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

তারা বলেন, আসলামরা যুগে যুগে একবারই আসে। বর্তমান এই অস্থির সময়ে কমরেড আসলামের মত ত্যাগি ও নি:স্বার্থ রাজনৈতিক নেতার বড় অভাব। তার দেখানো পথে হেটেই সমাজতন্ত্রের লক্ষ্যে জাতিয় গণতান্ত্রিক বিপ্লবকে সফল করতে হবে।

আলোচনা সভা শেষে একটি শোক মিছিল নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(এসএএম/এএস/মার্চ ১৭, ২০২৪)