শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাব চুরি করতে রাজি না হওয়ায় কিশোরগ্যাংয়ের হামলায় ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলিপুর বাজারে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, তার ছেলে আলালড উদ্দিন, মমিনুল হক, মামুন হোসেন, তাদের ব্যক্তিগত চালক ইয়াসিন আরাফাত, তুহিন ও সুজন আরাফাতসহ ১০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিপুর গ্রামের কিশোরগ্যাংয়ের সদস্য পাবেল, হোসেন, রিমন ও শাহাদাত একই গ্রামের তুহিন ও সুজন আরাফাতকে ডাব চুরি করতে বলেন। তারা ডাব পাড়তে অস্বীকৃতি জানালে পাবেল ও রিমন মিলে তাদের মারধর করেন।

পরে তুহিন ও আরাফাত বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তার দাদা মুক্তিযোদ্ধা আবুল কাশেম এসে বিকেলে অভিযুক্তদের জিজ্ঞেস করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ইফতারের পর পাবেল ও রিমনের নেতৃত্বে ২০/ ২৫ জনের কিশোর গ্যাংয়ের দল মুক্তিযোদ্ধার বাড়িতে এসে এলোপাতাড়ি হামলা চালায়। এতে বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমসহ অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, আলিপুর গ্রামের বকসী পাটোয়ারী বাড়ির ফয়েজের ছেলে পাবেল (১৮) ও একই এলাকার বড় বাড়ির সেলিমের ছেলে হোসেন (১৯), বাবুর ছেলে রিমন (২০) ও লেদু মিয়ার ছেলে শাহাদাত (১৯)।

স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন জানান, পাবেল, রিমন ও শাহাদাত মিলে প্রায় সময় অন্যের গাছের ডাব, সুপারি চুরি করতো। আজকেও তারা কয়েকজন ডাব চুরির ঘটনায় সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। এ ছাড়া তারা এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে। তাদের নিয়ে এলাকায় কয়েকবার সালিশও হয়েছে।

আহত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জানান, আমার নাতিদের মারধরের ঘটনায় আমি জিজ্ঞেস করতে গেলাম। পোলাপানরা আমার কথার কোনো মূল্য না দিয়ে উল্টো বিতর্কে জড়িয়ে পড়ে। পরে তারা ২০-২৫ জন মিলে ইফতারের পর আমার পুরো পরিবার ও বাজারের কয়েকজনের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধার বড় ছেলে মমিনুল হক বাদী হয়ে রাতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের নামে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

(এসএস/এসপি/মার্চ ২০, ২০২৪)