একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে সৎ ছেলেকে কীটনাশক খাইয়ে হত্যা মামলায় আকলিমা আক্তার নামের এক সৎ মায়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার (২০ মার্চ) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ জাকিয়া পারভীন এ রায় দেন।রায় প্রদানের সময় মামলার প্রধান ও একমাত্র আসামী আকলিমা আক্তার আদালতে হাজির ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামী আকলিমা আক্তার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ্মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী।

আদালত ও মামলা সুত্রে জানা যায়,২০১০ সালের ১০ আগষ্ট সকালে সতীনের সাথে ঝগড়ার জের ধরে নিজের চার বছর বয়সী ছেলে রিপনকে কীটনাশক খাইয়ে হত্যা করে হযরত আলীর ছোট স্ত্রী আকলিমা আক্তার।এ ঘটনায় হযরত আলী পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।এ ঘটনায় মামলা দায়েরর পর আকলিমা আক্তারকে গ্রেপ্তার হলে সে আদালতে কীটনাশক খাইয়ে হত্যার কথা স্বীকার করে।

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডঃ উজির আলী শেখ বলেন,সতীনের সাথে ঝগড়ার জের ধরে কীটনাশক খাইয়ে সতীনের ছেলেকে হত্যা মামলায় আদালত দীর্ঘ শুনানী শেষে অভিযুক্ত আকলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে।

(একে/এএস/মার্চ ২০, ২০২৪)