নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চর শিয়রবর গ্রামে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে দিন মজুর ফুল মিয়ার বেঁচে থাকার স্বপ্ন।

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চরশিয়রবর গ্রামের ফুল মিয়ার গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন ধরে গোয়ালে থাকা গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আগুনে ফুল মিয়ার দুইটি গরু পুড়ে মারা গেছে, গরু দুটির আনুমানিক মুল্য ২ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ফুল মিয়া জানিয়েছেন, 'আমার যা ছিলো সব শেষ, আমি নিঃস্ব, আমি পথে বসেছি। আমি দিনমুজুর আমার এক ইঞ্চি জমি নাই, পরের জমি চাষ করি আর জন বিক্রি করি। তাছাড়া আমার স্ত্রী প্যারালাইসিস হয়ে দীর্ঘ ৮ বছর বিছানায় পড়ে আছে। আগুন আমার সব কেড়ে নিয়েছে।’

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ফুলমিয়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও হুইপ মাশরাফী বিন মোর্তজাসহ অন্যান্য জনপ্রতিনিধিদের আশু সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন।

(আরএম/এসপি/মার্চ ২১, ২০২৪)