রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করার খবর পেয়ে বিবাদী পক্ষরা বাদি ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় গত মঙ্গলবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জিয়ারুল ইসলাম তদন্ত করে ৪ জুলাই এর মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা জেলা সদরের সাতানী গ্রামের মৃত আতিয়ার রহমান শাহ্ এর ছেলে সিরাজুল শাহ্ এর সাথে একই এলাকার কেলু ফকিরের ছেলে আলালউদ্দিন শাহ্ ও তার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আলালউদ্দিন শাহ্ কলারোয়া থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। আলালউদ্দিনের বিরুদ্ধে কলারোয়া, সাতক্ষীরা সদর ছাড়াও বরিশালে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। ফলে তার বিরুদ্ধে এলাকায় কেউ কথা বলতে সাহস পায় না। সিরাজুল শাহ্ এর জমি দখল করার চেষ্টা করলে তিনি বাদি হয়ে গত বছরের ডিসেম্বর মাসে পিটিশন ১৯৯৪/২৩ নং মামলা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে। মামলার খবর পেয়ে আলালউদ্দিন, তার স্ত্রী রেখা বিবি ও ছেলে সজিব গত ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলায় তারা স্বামী স্ত্রী জখম হন। রেখা বিবির মাথা থেকে এক গোছা চুল ছিঁড়ে নেন আলালউদ্দিন। একপর্যায়ে তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সিরাজুল ইসলাম শাহ্ বাদি হয়ে গত ৫ মার্চ সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন।

এদিকে সিরাজুল ইসলাম শাহ্ বলেন, আদালতে মামলা করায় তিনি খোলা মেলা ঘুরে বেড়াতে পারছেন না।

(আরকে/এসপি/মার্চ ২১, ২০২৪)