স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সড়াতলা গ্রাম তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ। নিহত শাহ আলম পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের আব্দুল বারিকের ছেলে।

ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, শাহ আলম শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ভাতিজা রাজু মানসিক ভারসাম্যহীন।

শুক্রবার সকালে ভ্যান চালিয়ে প্রতিদিনের মত বাড়ি থেকে সড়াতলা বাজারে আসেন শাহ আলম। এরপর সেখানে থাকা মানসিক ভারসাম্যহীন ভাতিজা রাজু তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল ইসলাম ধারণা করেন দুজনের মাঝে বাকবিতণ্ডা থেকে ক্ষিপ্ত হয় রাজু তার চাচাকে আক্রমণ করে থাকতে পারে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা নাজনীন জানান, হাসপাতালে আসার আগেই শাহ আলমের মৃত্যু হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাঠি জাতীয় কিছু দিয়ে পিটালে এমন আঘাত হয়। ধারণা করা হচ্ছে মাথার আঘাত থেকেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, এই হত্যাকাণ্ডের সাথে ঘটনায় ভাতিজা রাজুকে ঘটনাস্থলের পাশ থেকেই আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

(একে/এসপি/মার্চ ২২, ২০২৪)