বিনোদন ডেস্ক : শুক্রবার দিবাগত রাতে অভিনেতা পার্থসারথি দেব মৃত্যুর খবর জানা যায় । তার বয়স হয়েছিল ৬৮ বছর। টানা ৪২ দিন ধরে ভেন্টিলেশনে থাকার তার মৃত্যু হয়।

গুণী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে পশ্চিম বাংলার আর্টিস্ট ফোরাম। তাদের পাঠানো সংবাদ বিবৃতিতে জানানো হয়, ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে মৃত্যু হয়েছে তার।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। ফুসফুসে সংক্রমণ ছিল। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত সপ্তাহ থেকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল তার। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছরে অসংখ্য টিভি ধারাবাহিক সহ ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন অভিনেতা পার্থসারথি দেব। টলিউডে শিল্পীদের সংগঠনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন ‘আর্টিস্ট ফোরামে’র সহ-সভাপতির পদে ছিলেন পার্থসারথি দেব।

(ওএস/এএস/মার্চ ২৩, ২০২৪)