আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া হাটে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। ইউএনও বাজার পরিদর্শনে আসার সংবাদ পেয়েইে হঠাৎ করেই তরমুজের দাম কমে যায়।

হাটে আসা একাধিক তরমুজ ক্রেতারা বলেন, সচরাচর যে সাইজের তরমুজ পাঁচ থেকে সাতশ’ টাকায় বিক্রি করে আসছিলো ব্যবসায়িরা। ইউএনও বাজারে আসায় সেই একই সাইজের তরমুজ চারশ’ টাকা পিস হিসেবে বিক্রি হয়েছে। তবে তরমুজের দাম নিয়ন্ত্রণে থাকায় জরিমানার কবলে পড়েননি কোন তরমুজ ব্যবসায়ি।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ খান জানান, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে মাহিলাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্রব্যের মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়িকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে শুক্রবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডের পাঁচ ব্যবসায়িকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

(টিবি/এসপি/মার্চ ২৩, ২০২৪)