সালথা (ফরিদপুর) প্রতিনিধি : পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরের সালথায় বাজার মনিটরিং করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান।

শনিবার (২৩ মার্চ) দুপুরে সালথা সদর বাজার মনিটরিং করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নিত্যপণ্যের দাম স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য শনিবার দুপুরে বাজার মনিটরিংয়ে যান সালথা থানার ওসি। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করা ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

মনিটরিংকালে সালথা থানার ওসি ফায়েজুর রহমান বলেন, পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বিক্রেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(এএনএইচ/এএস/মার্চ ২৩, ২০২৪)