স্টাফ রিপোর্টার : গাজীপুর কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ লালন মিয়া (২৪) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৬ জনের মৃত্যু হলো।

রবিবার (২৪ মার্চ) লাল মিয়ার মৃত্যুর বিষয়টি জানা যায়।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান লালন মিয়া।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, লালনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৬ জন মারা গেল।

মৃত লালনের মামাশ্বশুর মো. আলআমিন জানান, লালনের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিস গ্রামে। কালিয়াকৈর তেলিরচালা এলাকায় স্ত্রী সাবিনা খাতুন ও এক মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন তিনি। একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন লালন। এই ঘটনায় লালনের নানি শাশুড়ি কমলা খাতুনও এরআগে মারা গেছেন।

গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার চুলার আগুনে ছুড়ে মারলে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে। পরবর্তীতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও ১৬ জনের মৃত্যু হলো।

(ওএস/এএস/মার্চ ২৪, ২০২৪)