শেখ লিটন, চুয়াডাঙ্গা : নিরাপদ সড়ক চাই (নিসচা) এর দুই বছর মেয়াদী ২০২৪-২৫ বছরের চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকাল সাড়ে চারটায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হোন অ্যাড. মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। 

এই কমিটিতে অন্যদের মধ্যে নির্বাচিত করা হয়, তাঁরা হলেন, সহ-সভপতি পদে নুরুন্নাহার কাকলি, অ্যাড.রফিকুর ইসলাম ও কানিজ সুলতানা। সহ-সাধারণ সম্পাদক পদে শামিম আহম্মেদ বিপ্লব, জামান আক্তার ও কামুরুজ্জামান সেলিম। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শামিম হোসেন, অর্থ সম্পাদক পদে কাজী রফিকুর হক, দপ্তর সম্পাদক পদে শেখ লিটন, প্রচার সম্পাদক পদে রোমান হোসেন রাহুল, প্রকাশনা সম্পাদক পদে মাফুজ মামুন, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাড. শরিফ উদ্দীন হাসু, সাংস্কৃতিক বিয়ষক সম্পাদক দিলরুবা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক পদে তানজিলা মনোয়ারা মিনি, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, এই কমিটিতে কার্যকারি সদস্যরা হলেন- রির্চাড রহমান, মাজেদুল ইসলাম, শেখ পিন্টু, ইসমাইল হোসেন, হুছাইন মালিক, ওবাইদুর রহমান তুহিন, হাফিজুর রহমান, ইন্তাজুল হক।

এছাড়া এই কমিটিতে উপদেষ্টা পদে নির্বাচিত করা হয়েছে- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা (পদাধিকার বলে) চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পদাধিকার বলে) চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান মনজু (পদাধিকার বলে) অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, কিশোর কুমার কুন্ডু। পরে সেখানে ইফতার মাহফিলের আয়োজনের মধ্যদিয়ে এই কমিটি গঠনের সভা সম্পন্ন করা হয়।

(এসএল/এসপি/মার্চ ২৪, ২০২৪)