শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপু‌রের বীরগ‌ঞ্জে একটি ক্লিনিক ও দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনেক গড়মিল থাকায় সতর্ক বার্তা দেয়া হয়েছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে।

শনিবার (২৩ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস। এ সময় ভ্রাম্যমাণ আদালত মডার্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা চালায়।

এ সময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ সৈয়দ সাব্বির-উল-ইসলাম, উপজেলা স্যানিটারী সহযোগী ইন্সপেক্টর সামিউল ইসলাম (এসআইটি), বীরগঞ্জ থানার ফোর্স সহ আরো অনেকে।

বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস এ বিষয়ে বলেন, মডার্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩ জন ডাক্তার প্রয়োজন সেখানে ১ জন ডাক্তার এবং ৬ জন নার্স থাকার প্রয়োজন সেখানে ৩ জন নার্স দিয়ে ক্লিনিক পরিচালনা করছেন। তাই সকল শর্ত পূরণ করে ক্লিনিক পরিচালনা করার জন্য নির্দেশনা দেন।

আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে মৌখিকভাবে এক্সরে এর কার্যক্রম বন্ধ করেন এবং রেজিস্ট্রি খাতার মাধ্যমে নিয়ন্ত্রণ করার নির্দেশনা দেন। সেবা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর আপাতত কোন ত্রুটি না থাকায় তাদের কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

(এসএস/এসপি/মার্চ ২৪, ২০২৪)