রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ রবিবার সকাল ৯টায় এ উপলক্ষে সংস্থাটির উপ-পরিচালক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উক্ত মডেল মসজিদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। যার ধারাবাহিকতায় আজ ইসলামিক ফাউণ্ডেশন রাষ্ট্রের একটি বড় ও গুরুত্বপূর্ণ সংস্থায় পরিনত হয়েছে।

তারা বলেন, ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে পারলে সমাজের সব রকমের অস্থিরতা দূর হবে, শান্তিময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে আরও গতিশীল সম্মৃদ্ধ করেছেন বলেও জানান তারা।

এছাড়া 'বঙ্গবন্ধু কন্যা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ স্থাপন করেছেন, কওমী মাদ্রাসার সদনের স্বীকৃতি দিয়েছেন' উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

(আরআর/এসপি/মার্চ ২৪, ২০২৪)