ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রের পক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে তিনি বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে ২৫ মার্চ গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেন। এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে কলেজের কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহিদদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।

২৫ মার্চ গণহত্যা নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা শিল্পকতা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(ওআরকে/এএস/মার্চ ২৫, ২০২৪)